Monday, July 14, 2008

রুপ

সবুজ পাতা লাল নীল

রোদের হাসি মেঘের মিল

বাতাস বহে শুনশান

পাখির কিচির মিচির গান।


লাল গোলাপী ফুলের রঙ,

প্রজাপতির নাচের ঢঙ

নদীর ঢেউ এর তালে তালে

নৌকা হেলে দুলে চলে।


আঁধার পালায় চাঁদের আলোয়

আকাশ ভরা তারায় তারায়

জোনাক পোকা পাতার ভিরে

ঝিকমিকিয়ে আলো ছরায়।


রিমঝিমিয়ে বৃষ্টি এলো

টাপুর টুপুর গাছের পাতায়

মিষ্টি মেয়ে নুপুর পায়ে

হেথায় সেথায় নেচে বেড়ায়।


সাগর পারে ঢেউ গুলো সব

আচরে পরে একে একে

সূর্য দেখে মুচকি হেসে

রঙের যাদু দিলো এঁকে।


আমার দেশের রুপের কথা

বলতে গেলে শেষ হবেনা

এমন রুপ এ দেশ ছারা

অন্য কোথাও আর পাবেনা।

No comments: